Home » কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান ও জিংক ধানের বীজ বিতরণ

কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান ও জিংক ধানের বীজ বিতরণ

by অনলাইন ডেস্ক
হারভেস্টপ্লাস-এর বাস্তবায়নে ‘রিয়েক্টস-ইন’ প্রজেক্টর আওতাধীন ২৫০ জন অগ্রণী কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান ও তাদের মাঝে জিংক ধানের বীজ বিতরণ করা হয়। ঠাকুরগাঁও জেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ও ইএসডিএফ সেন্টারে দুই ধাপে উক্ত কার্যক্রমের আয়োজন ও পরিচালনা করে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জনাব মো. সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা, ইউপি সদস্য এবং ইএসডিও রিয়েক্টস-ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম ও ইএসডিও-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জিংক ধানের চাষাবাদ, জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক ধান বীজ উৎপাদন, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানোসহ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষন প্রদান শেষে প্রতিটি কৃষক-কৃষাণীকে ৪ কেজি করে জিংক ধান যথা: ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪ ও ব্রি ধান ১০০ এর বীজ প্রদান করা হয়।

You may also like