Home » ঠাকুরগাঁওয়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল বাছাই প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

by নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্দ্ধ-১৫ বাছাই প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। গতকাল সোমবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২৩-২৪ এর আওতায় ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, বিশেষ অতিথি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ।
এ সময় কোচ খায়রুল বাশার, জেলা ক্রীড়া অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও অংশগ্রহনকারী খুদে খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলা ও সকল থানা হতে প্রায় শতাধিক ফুটবলার অংশ নেয়। এর মধ্যে ২৪ জন খেলোয়াড়কে প্রাথমিক স্কোয়ার্ডে বাছাই করা হয়। উল্লেখিত খেলোয়াড়দের নিয়ে একই ভেন্যুতে মাসব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। পরবর্তিতে ২৪ জনের মধ্যে ৫ জন খেলোয়াড় রংপুরে বিভাগীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পাবেন।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন