Home » শীতে কাঁপছে দিল্লি, রেড অ্যালার্ট জারি

শীতে কাঁপছে দিল্লি, রেড অ্যালার্ট জারি

by নিউজ ডেস্ক
লোকায়ন ডেস্ক: দিল্লিতে আজ ভোরে মৌসুমের সবচেয়ে বেশি শীত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। টানা দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা তিন ডিগ্রিতে রয়েছে। ভোরে সর্বনিম্ন ৩.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগের দিন রেকর্ড হয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দিল্লিতে ঘন কুয়াশার কারণে খুব কাছের কিছুও দেখা যাচ্ছে না। এখানে দৃশ্যমানতা ২০০ মিটার রেকর্ড করা হয়।

এনডিটিভি জানিয়েছে, দিল্লি এবং দেশের অন্যান্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন এক থেকে ৬ ঘণ্টা বিলম্বিত হয়েছে। কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন বিলম্বিত হয়।

দিল্লির পাশাপাশি হরিয়ানা এবং চণ্ডীগড়ে রেড অ্যালার্ট করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রাজস্থানেও ঠান্ডা ও কুয়াশার কারণে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন