Home » ইএসডিও-আরএমটিপি’র আওতায় প্রশিক্ষনের সনদ বিতরণ

ইএসডিও-আরএমটিপি’র আওতায় প্রশিক্ষনের সনদ বিতরণ

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: স্মার্ট লাইভষ্টক স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ‍্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), অ্যাম্বাসি অফ ডেনমার্ক (ড্যানিডা) এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়িত খামারিদের উন্নতর বিষয়ে সনদ প্রদান করা হয়। রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফর্মেশন প্রজেক্ট (আরএমটিপি)’র নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় ইন্টারভেনশন -১ কর্তৃক খামারিদের উন্নতর বিষয়ে (গবাদি প্রাণি পালন প্রযুক্তি) ৫ দিনের প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে ১৫ জানুয়ারি (সোমবার) দুপুরে নিউলাইট যুব প্রশিক্ষণ কেন্দ্র ঠাকুরগাঁওয়ে এ সনদ বিতরণ করা হয়। এ সময় ইএসডিও- আরএমটিপি প্রকল্পের উদ্ধতর্ন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

You may also like