Home » ঠাকুরগাঁওয়ে শীতার্তদের পাশে ‘৯৭ব্যাচের’ বন্ধুরা 

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের পাশে ‘৯৭ব্যাচের’ বন্ধুরা 

by নিউজ ডেস্ক
সদর উপজেলা প্রতিনিধি: ঠাকুরগাঁয়ে বেড়েছে শীতের দাপট, কাবু হয়ে পড়ছেন সকল বয়সের মানুষ । অসহায় হয়ে পড়ছেন দরিদ্র ও ছিন্নমুল পরিবারের লোকজন। তাই এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘৯৭ব্যাচের’  রংপুর ডিভিশন এর বন্ধুরা। তারা বাড়ি বাড়ি গিয়ে ছিন্নমূল অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছে কাভারসহ লেপ।
বুধবার সন্ধ্যায় (১৭ই জানুয়ারী) ৯৭ ব্যাচের রংপুর ডিভিশন এর বন্ধুদের এর উদ্যোগে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শীতার্ত মানুষের মাঝে একটি করে লেপ বিতরণ করা হয়। আর মাঘ মাসের কনকনে এই শীতে লেপ পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত মানুষগুলো।
রাণীশংকৈল উপজেলার মহল বাড়ী গ্রামের কালাম মিয়া অন্যের জমিতে স্ত্রী-এক কন্যা সন্তান নিয়ে বসবাস করেন একটি ছোট কুটিরে। ওই গ্রামের চানমিয়া ৯৭ ব্যাচের বন্ধুদের খবর দেয় শীতে প্রচন্ড কষ্টে বসবাস করছে কালামের পরিবার স্ত্রী এক কন্যা নিয়ে কষ্টে দিন কাটছে তাদের জীবন। কথা শুনে ৯৭ব্যাচ সত্যতা যাচাই করে রংপুর ডিভিশনের বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেন।
লেপ পেয়ে কালামের স্ত্রী হাসিনা বলেন, এমন সময় লেপ পাবো আশাও করতে পারিনি । তার ছোট মেয়ে কাজল রেখা বলেন, এখন রাতে ভালো করে ঘুমাতে পারবো। আগে শীতবস্ত্র না থাকায় রাতে ঠান্ডায় ঘুমাতে পারতাম না।
তার পাশের বাড়িতে আফসার নামে এক ব্যক্তির কমোরে প্রচন্ড আঘাত পেয়ে বিছানায় অসুস্থ অবস্থায় শুয়ে আছে একমাত্র কর্মক্ষম মানুষ ঔষধ কেনার টাকা নেই। রাণীশংকৈলের বন্ধুরা তাকে নগদ অর্থ দিয়ে সহায়তা দিলে আফসার দোয়া করে বলেন, আসলে তোমাগোরে আল্লাহ ভালই রাখবো।
এসময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড কর্মাসিয়াল ব্যাংক ঠাকুরগাঁও শাখার ব্যবস্থাপক আবু খালেদ মো. অলিউল্লাহ, এনআরসিবি ব্যাংকের ব্যাবস্থাপক মোস্তাফিজুর রহমান জুয়েল, এনএসআই জাহিদুল ইসলাম, ঠাকুরগাঁও নিউরণ হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ফিরোজ আহম্মেদ রুপা, রাণীশংকৈল ট্যুরস এর পরিচালক জিয়াউর রহমান জিয়া, টিপু, মোমিন, খাদেমূল,রহিম,জিয়া প্রমূখ।
তারা জানান, রংপুর ভিভিশনের ৯৭ এসএসসি, ৯৯ এইচএসসি বন্ধুরা আমরা রংপুর বিভাগের ৫৮টি উপজেলায় হতদরিদ্রদের মাঝে লেপ বিতরন চলমান রেখেছি। শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছর পাশে থাকবে এই সংগঠন। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, পাশাপাশি সামাজিক ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ ও বাস্তবায়ন করে আসছে রংপুর ভিভিশনের ৯৭ এসএসসি, ৯৯ এইচএসসির বন্ধুরা বলেও জানান তারা।

You may also like