Home » আটোয়ারীতে অভিযান চালিয়ে চায়না রিং জাল জব্দ করে জালিয়ে দেয়া হয়েছে

আটোয়ারীতে অভিযান চালিয়ে চায়না রিং জাল জব্দ করে জালিয়ে দেয়া হয়েছে

by নিউজ ডেস্ক

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে অভিযান চালিয়ে চায়না রিং জাল আটকের পর জালিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার ( ৩০ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি’র নেতৃত্বে তার অফিস স্টাফ এবং আটোয়ারী থানা পুলিশের সহযোগিতা নিয়ে উপজেলার রাণীগঞ্জ বাজার সংলগ্ন টাংগন নদী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বসানো চায়না রিং জাল ফেলে পালিয়ে যায় মাছ শিকারীরা। মৎস্য অফিসের তথ্য মতে ফেলে যাওয়া প্রায় সাড়ে তিন শত মিটার ৯টি চায়না রিং জাল অভিযানকারী দল জব্দ করেন, যার আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা। পরে অভিযান পরিচালনাকারী দলের সিদ্ধান্ত মতে জব্দকৃত চায়না রিং জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে প্রকাশ্যে পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ¦ালিয়ে ভূষ্মিভুত করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি, অন্যান্য সরকারি দপ্তরের কর্মকর্তা সহ গণমাধ্যশকর্মীগণ উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজাম মুনীরা সুমি বলেন, চায়না রিং জাল কারেন্ট জালের চেয়েও ভয়ঙ্কর। রিং জাল যে নালায় বসানো হবে সে নালা দিয়ে পানির পোকাটিও ফেসে যেতে পারবে না। ছোট-বড় সব মাছই রিং জালে আটকা পড়বে। এ জাল ব্যবহারে দেশে মৎস্য সম্পদ ধ্বংস হওয়া স্বাভাবিক। সারাদেশে মৎস্য আইন বাস্তবায়নে সরকারের নির্দেশনা মতে সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আটোয়ারীতে মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য দপ্তরের উদ্যোগে অবৈধ চায়না রিং জাল ও চায়না কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

You may also like