Home » ঠাকুরগাঁওয়ে প্রত্যাগত অভিবাসীদের পুণ:একত্রিকরণে রেফারেল এবং আরপিও সংক্রান্ত বিষয়ে দিনব্যাপি সেমিনার

ঠাকুরগাঁওয়ে প্রত্যাগত অভিবাসীদের পুণ:একত্রিকরণে রেফারেল এবং আরপিও সংক্রান্ত বিষয়ে দিনব্যাপি সেমিনার

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: প্রত্যাগত অভিবাসীদের পুণ:একত্রিকরণে রেফারেল এবং আরপিও সংক্রান্ত বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার ঠাকুরগাঁও এর যৌথ আয়োজনে আজ বুধবার দিবনব্যাপি জেলা প্রশাসকের মাল্টিপারপাজ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত সেমিনানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। এতে সভাপতিত্ব করেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক ও উপসচিব (তথ্য প্রযুক্তি ও পরিকল্পনা) মো: গিয়াস উদ্দিন। সেমিনারে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোলায়মান আলী, অতিরিক্ত পুলিশ সুৃপার লিজা বেগম, জেলা ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) শেখর কুমার রায়, সাবেক রংপুর বিভাগীয় উপ-পরিচালক (শিক্ষা) আখতারুজ্জামান, জেলা যুব উন্নয়নের উপ-পরিচালক মনসুর রহমান খান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিসিকের উপ-ব্যবস্থাপক নূরেল হক, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখা’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রত্যাগত প্রবাসী শারমিন বেগম, রোকসানা পারভীন, রফিকুল ইসলাম, কুরবান আলী প্রমুখ।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার সেন্টার ঠাকুরগাঁও এর সহকারি পরিচালক আতাউর রহমান। এতে প্রত্যাগত অভিবাসীদের পুণ:একত্রিকরণে রেফারেল এবং আরপিও সংক্রান্ত বিষয়ে এবং তাদের সমস্যা ও সম্ভবনা নিয়ে সেমিনারে ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়।
বক্তারা প্রত্যাগত অভিবাসীদের পুণ:একত্রিকরণে রেফারেল এবং আরপিও সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান ও তাদের সমস্যা ও সম্ভবনা নিয়ে সেমিনারে আলোচনা করেন। পরে বিকেলে অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং ক্রেষ্ট প্রদান এবং অংশগ্রহণকারীদের ফটোসেশনের মধ্যে দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘটে।
এ সময় জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, সরকারি কর্মকর্তা, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন দেশ থেকে প্রত্যাগত অভিবাসী শ্রমিক ও কর্মীরা, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের এবং ওয়েলফেয়ার সেন্টার ঠাকুরগাঁও এর কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।

 

You may also like