Home » আটোয়ারীতে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

আটোয়ারীতে ৪৫তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: ‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে উৎসব মুখর পরিবেশে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে ফিতা কেটে দিনব্যাপী এই মেলার উদ্বোধন ঘোষনা করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন। উদ্বোধন শেষে অতিথিগণ মেলার ষ্টল পরিদর্শন করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে স্টলগুলোতে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রজেক্ট তৈরী করে প্রদর্শন করা হয়। স্টল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবীর মোঃ কামরুল হাসান স্বাগত বক্তব্য রাখেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ ।
উল্লেখ, মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। সভা শেষে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে ৪৫তম ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসময় সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

You may also like