Home » হরিপুরে হাটের জায়গায় দোকান ঘর নিমার্ণের আভিযোগ

হরিপুরে হাটের জায়গায় দোকান ঘর নিমার্ণের আভিযোগ

by নিউজ ডেস্ক

হরিপুর ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউএনও’র নিষেধাজ্ঞার উপেক্ষা করে কালিগঞ্জ হাটের সরকারি জায়গায় পাকা দোকান ঘর নিমার্ণের অভিযোগ উঠেছে তিন ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে জনমনে প্রশ্ন উঠেছে এদের খুটির জোর কোথায় ? গত শুক্র বার বিকালে হরিপুর উপজেলা সদরে কালিগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, মুদি দোকান ব্যবসায়ী হাট পুকুর গ্রামের সমির উদ্দিন,জীবনপুর গ্রামের আব্দুল খালেক, মিনাপুর গ্রামের আবুল হোসেন হাটের জায়গায় পাকা দোকান ঘর নিমার্ণ করছেন। এ বিষয়ে তারা বলেন আমরা এখানে ২৫-৩০ বছর ধরে ব্যবসা করছি। এটা ব্যাক্তি মালিকানার জায়গা আমরা তার কাছ থেকে কিনে নিয়েছি এটা হাটের জায়গা নয়। আমাদের দোকান ঘরগুলি পুরাতন ও জোরাজীর্ণ হয়ে যাওয়ায় মেরামত করছি। হরিপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান বলেন, হাটের সরকারি খাস জায়গায় দোকান ঘর নিমার্ণের অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। জমির মালিকানার বৈধ কাগজ পত্র যাচাই না হওয়া পযন্ত দোকান ঘর নিমার্ণের কাজ বন্দ রাখতে বলা হয়েছে ।

You may also like