লোকায়ন রিপোর্ট: এলজিইডি’র সাথে ইএসডিও’র প্রভাতী প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ (১১ ফেব্রুয়ারি ২০২৪) ইএসডিও এবং এলজিইডি- প্রভাতী প্রকল্পের মধ্যে ৮০০০ যুব/যুবাদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ এবং এলজিইডি-প্রভাতী প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর আনিসুল ওয়াহাব খান। ইএসডিও’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাবৃন্দ। প্রকল্পটি রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলায় বাস্তবায়ন হবে। প্রকল্পের মেয়াদকাল আগামী ২ বছর।