Home » ইএসডিও’র টিউলিপ বাগান পরিদর্শন পিকেএসএফ’র চেয়ারম্যানের

ইএসডিও’র টিউলিপ বাগান পরিদর্শন পিকেএসএফ’র চেয়ারম্যানের

by নিউজ ডেস্ক

নবীন হাসান ॥ বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) উদ্যোগে নিজস্ব অর্থায়নে তৃতীয়বারের মতো তেঁতুলিয়ার সীমান্তবর্তী গ্রাম দর্জিপাড়ায় টিউলিপ ফুল চাষ করা হয়েছে। সোমবার পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন এ টিউলিপ বাগান পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন, তার সহধর্মিনী সাবেরা সুলতানা, পিকেএসএফ এর সিনিয়র মহাব্যবস্থাপক (কার্যক্রম) ও পর্ষদ সচিব ড. আকন্দ মো: রফিকুল ইসলাম, ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি , পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।


এর আগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে ভিনদেশী ফুল টিউলিপ বাগান। গত শুক্রবার পর্যটক ও দর্শনার্থীদের জন্য ফিতা কেটে বাগানের প্রবেশ পথ উন্মুক্ত করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ও পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার। গত দুই বছর টিউলিপ দেখতে এখানে প্রচুর পর্যটকের সমাগম ঘটে ।টিউলিপ চাষের প্রথমে ৮ জন নারী উদ্যোক্তা দিয়ে শুরু হলেও এবারে তা বেড়ে সংখ্যা দাড়িয়েছে ১৬ জনে । এই ১৬ জনেমিলে ফুটিয়েছে ১৯ প্রজাতির ২৫ হাজার ভিনদেশি রংবেরং এর টিউলিপ।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন