৩২১

স্টাফ রিপোর্টার: স্মার্ট ফার্মিং ফর ইমপ্রুভড মার্কেট অপরচুনিটি অফ সাসটেইনেবল ফুড প্রকল্পের আওতায় ক্ষুদ্র চা ও তৈলবিজ চাষীদের সরবরাহ চেইনে অন্তর্ভুক্তিকরণ এবং সমৃদ্ধির উন্নয়ন পাইলট প্রকল্পের আয়োজনে পঞ্চগড়ে কৃষক মাঠ দিবস – সরিষা অনুষ্ঠিত হয়েছে।সলিডারিডাড এর সহযোগিতায় ইএসডিও’ র বাস্তবায়নে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপরিগন্জ ইউনিয়নের খারিজা ভাজনি গ্রামে এই মাঠ দিবস – সরিষা অনুষ্ঠিত হয় এবং কৃষক মোঃ শামসুল হকের সরিষার প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আলিফ নুর, ইএসডিও’র প্রোগ্রাম পরিচালক মোঃ আতিকুজ্জামান, প্রকল্প ব্যবস্থাপক সরকার মোহাম্মদ জুবায়ের, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ফিল্ড অফিসার মোঃ আবির সরকার, মেম্বার মজিবর রহমান প্রমুখ।এছাড়াও সলিডারিডাড ও ইএসডিও এর উন্নয়ন কর্মীরা উপস্থিত ছিলেন।মাঠ দিবসে সরিষার ফলন বৃদ্ধি এবং সরিষাকে কিভাবে লাভজনক করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়।