Home » গাইবান্ধায় জাতীয় পরিসংখ্যান দিবস উদ্‌যাপিত

গাইবান্ধায় জাতীয় পরিসংখ্যান দিবস উদ্‌যাপিত

by নিউজ ডেস্ক

লোকায়ন ডেস্ক;

গাইবান্ধায় ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪’ উদ্‌যাপিত হয়েছে। এ বছর পরিসংখ্যান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’। জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (২৭শে ফেব্রুয়ারি) সকালে গাইবান্ধায় জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনাসভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল আউয়াল। 

 

সভাপতির বক্তৃতায় গাইবান্ধার অতিরিক্ত জেলাপ্রশাসক বলেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ণে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম সোপান হলো স্মার্ট পরিসংখ্যান। স্মার্ট পরিসংখ্যান হবে নির্ভুল, সময়োচিত, মানসম্মত ও নির্ভরযোগ্য। স্মার্ট পরিসংখ্যানের জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ ও প্রকাশ ডিজিটাল মাধ্যমে সম্পন্ন করতে হবে। তিনি স্থানীয় আর্থসামাজিক বিভিন্ন বিষয়ে জরিপ করার উপর গুরুত্বারোপ করেন।

 

আলোচনাসভার শুরুতে গাইবান্ধা জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মো: এনামুল হক পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গুরুত্বপূর্ণ কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি পরিসংখ্যান আইন ২০১৩, বিবিএস পরিচালিত বিভিন্ন জরিপ, জনসংখ্যা বৃদ্ধির হার, গড় আয়ু, জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, সাক্ষরতার হার-সহ আর্থসামাজিক বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান সম্পর্কে আলোচনা করেন।

 

আলোচনাসভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, নেতৃস্থানীয় ব্যক্তি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভার পূর্বে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষ্যে গাইবান্ধা জেলাপ্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়।

সূত্র: পিআইডি

You may also like