Home » ঠাকুরগাঁওয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের সমাপনী এবং সনদপত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের সমাপনী এবং সনদপত্র বিতরণ

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের সমাপনী এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩/২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস ঠাকুরগাঁও এর আয়োজনে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটিতে ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান বাবু,বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সদস্য  প্রবীর গুপ্ত বুয়া,ঠাকুরগাঁও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রীতি গাঙ্গুলি। প্রশিক্ষণে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ খেলোয়াড় অংশগ্রহণ করেন এবং শেষের দিন প্রতিযোগিতায় ৯০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শেষে তাদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

You may also like