Home » জানো প্রকল্পের জাতীয় পর্যায়ের লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

জানো প্রকল্পের জাতীয় পর্যায়ের লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: আজ (১০ মার্চ ২০২৪) রেডিসন ব্লু, ওয়াটার গার্ডেন, ঢাকায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ‘জয়েন্ট একশন ফর নিউট্রিশন আউটকাম’- জানো প্রকল্পের জাতীয় পর্যায়ের লার্নিং শেয়ারিং কর্মশালার আয়োজন করা হয়। ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশনের সহ-অর্থায়নে পাঁচ বছর মেয়াদী ‘জানো’ প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করছে কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইকো-স্যোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। প্রকল্পটি এ বছর শেষ হতে যাচ্ছে। তাই উক্ত আয়োজনে প্রকল্পের অবদান, ফলাফল, চ্যালেঞ্জ ও শিখন সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি সম্মানিত অতিথিবৃন্দ পরামর্শ ও মূল্যবান মন্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. খায়রুল আলম সেখ (সচিব, সমাজ কল্যাণ মন্ত্রণালয়)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ফরহাদুল ইসলাম (চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড – এনসিটিবি), ড. মুহম্মদ শহীদ উজ জামান (প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন – ইএসডিও), রাশেদা কে. চৌধুরী (নির্বাহী পরিচালক, গণস্বাক্ষরতা অভিযান), ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান (ডিজি ‘ভারপ্রাপ্ত’, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়), অধ্যাপক ড. একিউএম শফিউল আজম (পরিচালক-পরিকল্পনা ও উন্নয়ন উইং, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর),  মার্গেরিটা ক্যাপালবি (প্রোগ্রাম ম্যানেজার, ইউরোপীয় ইউনিয়ন) এবং জনাব রমেশ সিং (কান্ট্রি ডিরেক্টর, কেয়ার বাংলাদেশ)।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন