পিআইডি, রংপুর:
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্র্র্র্রতিপাদ্য নিয়ে রংপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১০ই মার্চ) সকালে জেলাপ্রশাসনের উদ্যোগে রংপুর জিলা স্কুল প্রাঙ্গণে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। তিনি যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস-সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন রংপুরের অতিরিক্ত জেলাপ্রশাসক হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক নজমুজ্জামান ও রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সাংবাদিক, এনজিওকর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনাসভার পূর্বে রংপুর জিলা স্কুল মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং স্বেচ্ছাসেবকদের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।