Home » ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক
লোকায়ন রিপোর্ট : দিনাজপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিবের সাথে ঠাকুরগাঁও জেলার অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) সকাল ১১ টার সময় ঠাকুরগাঁও পৌর কমিউনিটি হল রুমে সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মেজর মো: ফিরোজ আহমেদ, পিএসসি, বীর।
মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রেশন মানির বিষয়ে মেজর মো: ফিরোজ আহমেদ বলেন, খুব দ্রুত আপনারা এটির বিষয়ে ঘোষণা পাবেন। এছাড়াও পারিবারিক পেনশন প্রক্রিয়াকরণ, শতভাগ পেনশন সমর্পনকারী পেনশনারের ১৫ বছর পূর্তীতে পুনরায় পেনশন চালু, সময়োতীর্ন/বন্ধ পেনশন পুনঃ চালু, স্ত্রীর নাম ও জন্ম তারিখ সংশোধন, মৃত/শহীদ সদস্যদের পত্নীদের দু:স্থ ভাতা, সেনাকল্যান সংস্থা হতে প্রদত্ত সাধারণ বৃত্তি, উৎসাহ মুলক বৃত্তির আবেদন, বিএসবিতে চাকুরির আবেদনসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন উপজেলা হতে আগত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিকট হতে মেজর মো: ফিরোজ আহমেদ, পিএসসি, সমস্যার কথা শোনেন এবং পয়েন্ট আকারে সমস্যাগুলো উর্ধতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে বলে তিনি জানান। মতবিনিময় সভা শেষে ডিজি মহোদয় ভিডিও কলে কথা বলেন। মতবিনিময় সভায় ঠাকুরগাঁও জেলার প্রায় শতাধিক সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য উপস্থিত ছিলেন।

You may also like