আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: “ খেলাধুলায় বাড়ে বল, মোবাইল ছেড়ে খেলতে চল” এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মার্চ) রাতে তারাবীর নামাজ শেষে অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের নির্ধারিত মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে ফাইনাল খেলায় ‘ উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পঞ্চগড়,বোদা শাখার ব্যবস্থাপক হোসেন মোঃ আলমগীর’ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ‘রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,পঞ্চগড়,বোদা শাখার কর্মকর্তা মুফাত হোসেন সুজন’ দল। অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়রম্যান মোঃ শাহাজাহান, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মোঃ ফয়সাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ সহ উপজেলা অফিসার্স ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পুরস্কার বিতরণ সহ সংশ্লিষ্ট সকল খেলোয়ারদের মাঝে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, অফিসার্স ক্লাবের আয়োজনে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টটি গত সোমবার (৪ মার্চ ২০২৪) আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হয়েছিল। এবারের টুর্ণামেন্টে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তগনের সমন্বয়ে ১২ টি দল খেলায় অংশগ্রহণ করেন।
১৬০