পিআইডি, রংপুর:
সর্বজনীন পেনশন নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে নীলফামারী জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ই মার্চ) নীলফামারী জেলাপ্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক পঙ্কজ ঘোষ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) ফারুক-আল-মাসুদ। সভায় উত্তরা ইপিজেডের কর্মকর্তাবৃন্দ এবং ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নীলফামারীর জেলাপ্রশাসক বলেন, সর্বজনীন পেনশন স্কিম অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ সংযোজন এবং কল্যাণমূলক রাষ্ট্র গঠনে যুগান্তকারী পদক্ষেপ। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। পেনশন স্কিমে প্রত্যেক পেনশনারকে ইউনিক নম্বর প্রদান করা হয়। এই নম্বর দিয়ে পেনশনার যেকোনো সময় তাঁর অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করতে পারবেন। তাই পেনশন স্কিমে জমাকৃত অর্থ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। জেলাপ্রশাসক সর্বজনীন পেনশন নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভার শুরুতে সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়।