Home » দেড় বছরে রংপুর বিভাগে ২১৭০টি অভিযান পরিচালনা ও ৬৭৪টি অভিযোগ নিষ্পত্তি

দেড় বছরে রংপুর বিভাগে ২১৭০টি অভিযান পরিচালনা ও ৬৭৪টি অভিযোগ নিষ্পত্তি

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগের ৮ জেলায় ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত মোট ২ হাজার ১৭০টি অভিযান পরিচালনা করে। ৪ হাজার ৯৪৮টি প্রতিষ্ঠানে এসব অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করে মোট ২ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উল্লিখিত সময়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৬৭৪টি লিখিত অভিযোগ নিষ্পত্তি করে। এসব অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোট ৩ লাখ ৩৯ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। প্রাপ্ত জরিমানা থেকে ২৫ শতাংশ হারে অভিযোগকারীদের ৮৪ হাজার ৯৫০ টাকা প্রদান করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া যায়।

You may also like