Home » এক বছরে রংপুর অঞ্চলের ৩৭৭ হেক্টর পতিত জমি আবাদের আওতায় 

এক বছরে রংপুর অঞ্চলের ৩৭৭ হেক্টর পতিত জমি আবাদের আওতায় 

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

এক বছরে রংপুর অঞ্চলের নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলার মোট ৩৭৭ হেক্টর পতিত জমি আবাদের আওতায় এসেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আবাদের আওতায় আসা পতিত জমির মধ্যেÑ চর অঞ্চলের ১৪০ হেক্টর, প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৩০ হেক্টর, ব্যক্তি মালিকানাধীন ১৪ হেক্টর, পানিতে নিমজ্জিত নিচু জমি ১০ হেক্টর, বসতবাড়ির অনাবাদি জমি ১২৩ হেক্টর এবং অন্যান্য কারণে পতিত জমি ৬০ হেক্টর।

‘এক ইঞ্চি আবাদযোগ্য জমিও যেন আনাবাদি না থাকে’Ñ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে কৃষি বিভাগ কাজ করছে। কৃষি বিভাগের বহুমুখী উদ্যোগের কারণে রংপুর অঞ্চলের পতিত জমিতে আবাদের পরিমাণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।

উল্লেখ্য, রংপুর অঞ্চলে এখনো আবাদযোগ্য পতিত জমি রয়েছে ৫৫৯ হেক্টর।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন