পিআইডি, রংপুর:
স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। সোমবার (১৮ই মার্চ) দিনাজপুর ২৫০ শয্যা হাসপাতালের নবনির্মিত ওপিডি কাম স্টোর বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন। দিনাজপুর জেনারেল হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে হুইপ বলেন, শ্রীঘই দিনাজপুর হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে।
দিনাজপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফজলুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, গণপূর্ত বিভাগ প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ওপিডি কাম স্টোর বিল্ডিংয়ের নির্মাণ কাজ বাস্তবায়ন করে।