Home » রাণীশংকৈলে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১৯ পরিবার পেল ঢেউটিন

রাণীশংকৈলে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ১৯ পরিবার পেল ঢেউটিন

by নিউজ ডেস্ক
রানীশংকৈল প্রতিনিধি:
 ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের বাবুরিয়া গ্রামের  ১৯ পরিবার পেল ঢেউটিন। জানা গেছে গত ১২ ই মার্চ সন্ধ্যায় ১৯ টি পরিবারের  ঘরবাড়ি আগুনে পুড়ে যায় । এতে তাদের প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়।  পরে ক্ষতিগ্রস্তরা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করলে তারা প্রেক্ষিতে আজ ২৮ মার্চ বৃহস্পতিবার সরকারের ত্রাণ তহবিল থেকে রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ বান করে ঢেউটিন প্রদান করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, সহকারী কর্মকর্তা শাহনেওয়াজ ও উপকারভোগীরা। এছাড়াও টিন বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

You may also like