Home » হরিপুরে বক্তব্য শেষে ‘জয় বাংলা” না বলায় সরকারি কর্মকর্তাদের সতর্কও করলেন এমপি সুজন

হরিপুরে বক্তব্য শেষে ‘জয় বাংলা” না বলায় সরকারি কর্মকর্তাদের সতর্কও করলেন এমপি সুজন

by নিউজ ডেস্ক

হরিপুর(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বক্তব্য শেষে জাতীয় শ্লোগান ‘জয় বাংলা’ উচ্চারন না করায় করকারি কর্মকর্তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহ্রাুল ইসলাম সুজন। গত বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য শেষে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সুজন বলেন,“ জয় বাংলা”কে জাতীয় শ্লোগান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে , অথচ আজকের সভায় কারও মুখে এই শ্লোগান শুনলাম না, এটা অত্যন্ত দুঃখ জনক” পরবর্তিতে সকলকে এই প্রজ্ঞাপন মেনে চলার নিরর্দশনা দেন তিরি। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি জিয়াউল হাসান ,ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ু, মোতাহারা পারভিন, উপজেলা কৃষি অফিসার রুবেল হোসেন।

You may also like