লোকায়ন রিপোর্ট:
আজ (৩১ মার্চ ২০২৪) ইএসডিও-সিএলএসএস প্রকল্পের আওতায় ইকো পাঠশালা এন্ড কলেজে ৩ টি লাইব্রেরির জন্য (ইকো পাঠশালা এন্ড কলেজ, শিবগঞ্জ ইকো পাঠশালা ও পীরগঞ্জ ইকো পাঠশালা) উপকরণ সামগ্রী (ডেস্কটপ কম্পিউটার, কম্পিউটার টেবিল, চেয়ার (প্লাস্টিক), টেবিল, মাল্টিপ্লাগ, ফ্যান, ইন্টারনেট মডেম, নজরুলের ছোট গল্প সমগ্র, শিক্ষা, বিষাদ সিন্ধু (উপন্যাস), কম্পিউটার নেটওয়ার্কিং, মদিনার কিশোর, সেরা পাঁচ কিশোর (উপন্যাস), সেরা পাঁচ মুক্তিযুদ্ধের (উপন্যাস), নির্বাচিত সায়েন্স ফিকশন ও ফ্যান্টাসি, সাত ১৩ আরও ১২, কারাগারের রোজনামচা, চিলড্রেন্স নলেজ এনসাইক্লোপিডিয়া, বাংলা ডিকশনারী, ইংরেজি ডিকশনারী, বুক সেল্ফ) বিতরণ করা হয়।
উপকরণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি এবং সংস্থার পরিচালক (প্রশাসন) এবং ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ড. সেলিমা আখতার ম্যাডাম, সিনিয়র এপিসি ও সিএলএমএস প্রকল্পের ফোকাল নির্মল মজুমদার, সিনিয়র কোঅর্ডিনেটর সৈয়দ মাহাবুল আলম মানিক, প্রকল্প সমন্বয়কারী মোস্তফা কামালসহ প্রকল্পের কর্মীবৃন্দ ও ইকো পাঠশালা এন্ড কলেজ-এর সহকারী অধ্যক্ষবৃন্দ।