স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে সাহেব আলী (ছাতা মার্কা) ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম (গরু গাড়ী মার্কা) পেয়েছেন ৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে চান মিয়া (মাছ মার্কা) ১২৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানজির শাওন (মটর গাড়ী মার্কা) পেয়েছেন ১১৮ ভোট। নির্বাচনে ২৫২ জনের মধ্যে সকলেই ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ত্রুটির কারণে সভাপতি পদে ২ টি ও সাধারণ সম্পাদক পদে ৩ টি ব্যালট বাতিল হয়। নির্বাচন শেষে পীরগঞ্জ পৌর মেয়র ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক ফলাফল ঘোষণা করেন।
ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ, সাবেক এমপি ইমদাদুল হক, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি দ্িবরুল ইসলাম, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা নব নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন।