Home » আটোয়ারীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

আটোয়ারীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

by নিউজ ডেস্ক

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন” এই প্রতিপাদ্যে প গড়ের আটোয়ারীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন করা হয়েছে। শনিবার ( ০৬ এপ্রিল) বিকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের স ালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, প গড় জেলার বেশ কয়েকজন কৃতি নারী ফুটবলার জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ফুটবল খেলে দেশের সুনাম বয়ে আনছেন। যারা দেশের জন্য এবং জেলার জন্য অনেক সম্মান বয়ে এনেছেন, তারা ক্রীড়াবিদ তৈরীর সুতিকাগার বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। আমাদের আটোয়ারীর ফুটবল প্রশিক্ষনার্থীরাও একদিন দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য আরো সম্মান বয়ে আনবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। আলোচনা শেষে উপজেলা ফুটবল একাডেমির প্রশিক্ষনার্থীদের মধ্যে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি। এসময় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সহকারী প্রশিক্ষক তারেক হোসেন চৌধুরী(মুক্তা) ও রাসেল সহ প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

 

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন