Home » ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহ্বান সৌদি বাদশাহর

ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধের আহ্বান সৌদি বাদশাহর

by নিউজ ডেস্ক

লোকায়ন ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া ভাষণে ফিলিস্তিনের জনগণের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান।

ভাষণে ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং নিরাপদে বসবাসসহ সব ধরনের বৈধ অধিকার দেওয়ার আহ্বান করেন সৌদি আরবের বাদশাহ।

এই সময় গাজায় নিরাপদ ত্রাণ করিডরের ব্যবস্থা করার আহ্বানও জানান তিনি। খবর আরব নিউজ

ভাষণে তিনি মুসলিমদের দুই পবিত্র মসজিদের রক্ষণাবেক্ষণ এবং এখানে আসা মুসল্লিদের সেবা করার সুযোগ পাওয়ায় আল্লহার কাছে শুকরিয়া আদায় করেন। এছাড়াও এই রমাজানে ওমরাহ করতে আসা ১০ লক্ষাধিক মুসল্লিদের যথাযথ ভাবে সহযোগিতা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।

এই সময় রাজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় আল্লাহর কাছে প্রার্থনা করে বাদশাহ সালমান সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

সৌদির সম্প্রচারমন্ত্রী সালমান আল-দোসারি বাদশাহর পক্ষে ভাষণটি সংবাদমাধ্যমে পৌঁছে দেন।

You may also like