লোকায়ন ডেস্ক:
গাজার পর এবার মুসলিম অধ্যুষিত অঞ্চলে নতুন যুদ্ধক্ষেত্র তৈরির প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহস্পতিবার এই হুমকি দিয়েছেন।
গত সপ্তাহে সিরিয়ায় ইরানি কনস্যুলেটে হামলার ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে ইরানি জেনারেলসহ ১২ জন নিহত হয়। তেহরান এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তেল নোফ বিমান বাহিনী ঘাঁটি পরিদর্শনের পরে বৃহস্পতিবার নেতানিয়াহু বলেছেন, ‘যে কেউ আমাদের ক্ষতি করবে, আমরা তাদের ক্ষতি করব। আমরা প্রতিরক্ষামূলক এবং আক্রমণাত্মক উভয়ভাবেই ইসরায়েল রাষ্ট্রের সব সুরক্ষা চাহিদা মেটাতে প্রস্তুত।’
গত সপ্তাহের শেষ দিয়ে গাজার উত্তরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিতে শুরু করে ইসরায়েল। ধারণা করা হচ্ছে, এবার গাজার দক্ষিণের রাফাহ শহরে পূর্ণমাত্রায় হামলা চালাবে তারা।