Home » সরকারি প্রণোদনায় দিনাজপুরের ফুলবাড়ীতে বেড়েছে কার্পাস তুলার চাষ

সরকারি প্রণোদনায় দিনাজপুরের ফুলবাড়ীতে বেড়েছে কার্পাস তুলার চাষ

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

সরকারি প্রণোদনায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কার্পাস তুলার চাষ বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে ফুলবাড়ীতে ২০০ বিবোর্ডের ফুলবাড়ী ইউনিট কর্মকর্তা আবু জুয়েলের ভাষ্য অনুযায়ী, এ মৌসুমে সরকাঘা জমিতে তুলার চাষ হয়েছে। যা গত মৌসুমের চেয়ে ৫০ বিঘা বেশি। তুলা উন্নয়ন রি ব্যবস্থাপনায় ৩০ বিঘা জমিতে ২৪টি প্রদর্শনী প্লটে তুলার চাষ হয়েছে। এ ছাড়া ব্যক্তি পর্যায়ে ১৭০ বিঘা জমিতে তুলার চাষ হয়েছে। এ বছর ফুলবাড়ী উপজেলায় উৎপাদিত কার্পাস তুলার পরিমাণ প্রায় ৫০ মেট্রিক টন। ফুলবাড়ী উপজেলার পৌরসভা, খয়েরবাড়ি, বেতদিঘী ও দৌলতপুর ইউনিয়নে এসব তুলা চাষ করা হয়। তুলাচাষ বৃদ্ধি করতে সরকারিভাবে তুলা চাষিদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। এ ছাড়াও তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ চাষিদের তুলাচাষ বিষয়ে নিয়মিত পরামর্শ প্রদান করছেন। তুলনামূলক কম খরচে তুলার ফলন ভালো হওয়ায় চাষিরাও দিনদিন তুলা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

You may also like