Home » সরকারি প্রণোদনায় দিনাজপুরের ফুলবাড়ীতে বেড়েছে কার্পাস তুলার চাষ

সরকারি প্রণোদনায় দিনাজপুরের ফুলবাড়ীতে বেড়েছে কার্পাস তুলার চাষ

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

সরকারি প্রণোদনায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় কার্পাস তুলার চাষ বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে ফুলবাড়ীতে ২০০ বিবোর্ডের ফুলবাড়ী ইউনিট কর্মকর্তা আবু জুয়েলের ভাষ্য অনুযায়ী, এ মৌসুমে সরকাঘা জমিতে তুলার চাষ হয়েছে। যা গত মৌসুমের চেয়ে ৫০ বিঘা বেশি। তুলা উন্নয়ন রি ব্যবস্থাপনায় ৩০ বিঘা জমিতে ২৪টি প্রদর্শনী প্লটে তুলার চাষ হয়েছে। এ ছাড়া ব্যক্তি পর্যায়ে ১৭০ বিঘা জমিতে তুলার চাষ হয়েছে। এ বছর ফুলবাড়ী উপজেলায় উৎপাদিত কার্পাস তুলার পরিমাণ প্রায় ৫০ মেট্রিক টন। ফুলবাড়ী উপজেলার পৌরসভা, খয়েরবাড়ি, বেতদিঘী ও দৌলতপুর ইউনিয়নে এসব তুলা চাষ করা হয়। তুলাচাষ বৃদ্ধি করতে সরকারিভাবে তুলা চাষিদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। এ ছাড়াও তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ চাষিদের তুলাচাষ বিষয়ে নিয়মিত পরামর্শ প্রদান করছেন। তুলনামূলক কম খরচে তুলার ফলন ভালো হওয়ায় চাষিরাও দিনদিন তুলা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন