Home » রাণীশংকৈলে মুক্ত মঞ্চ’র উদ্বোধন 

রাণীশংকৈলে মুক্ত মঞ্চ’র উদ্বোধন 

by নিউজ ডেস্ক

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের প্রাণকেন্দ্র রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে শুক্রবার ১২ এপ্রিল রাত সাড়ে ৯টায় মুক্ত মঞ্চ’র উদ্বোধন করা হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানার উদ্যোগে ও উপজেলা পরিষদের সহযোগিতায় স্থাপিত এ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। ভাইস চেয়ারম্যান সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
শুভেচ্ছা বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ইয়াসিন আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, থানার ওসি সোহেল রানা, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, আ’লীগ যুগ্ম সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, অধ্যক্ষ মহাদেব বসাক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আবু তাহের, কবি-গীতিকার-সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক নেতা-কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ভাইস চেয়ারম্যান সোহেল রানার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেন।তারা এ মঞ্চ এলাকার
সুস্থ সাংস্কৃতিক চর্চা বিকাশে অনেক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এইসাথে তারা রাণীশংকৈলে একটি অডিটোরিয়াম নির্মাণের জন্য প্রধান অতিথির কাছে দাবি জানান। প্রধান অতিথি তার বক্তব্যে এ মুক্ত মঞ্চ স্থাপনের জন্য ভাইস চেয়ারম্যান সোহেল রানার যথেষ্ট প্রশংসা করেন এবং এ মঞ্চের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। এইসাথে তিনি রাণীশংকৈলে একটি অডিটোরিয়াম নির্মাণের চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।

You may also like