Home » আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩১ পালিত

আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩১ পালিত

by নিউজ ডেস্ক

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি: চৈত্রের আলো নিভে ভোরের নতুন সূর্য্যে কোটি বাঙালির প্রাণ ১৪৩১ বঙ্গাব্দে জীর্ণ -মলিন অতীত আর কূপমন্ডুকতা ঝেড়ে ফেলে মানবের জয়গানে বেজেছে বর্ষবরণের সুর। অতীতের সকল ব্যর্থতা, গ্লানি মুছে ফেলার প্রত্যয়ে সমবেত কন্ঠে ধ্বনিত হয়েছে-“ এসো হে বৈশাখ, এসো এসো……”। বিশ^ মূল্যবোধের ক্ষয় আর মানুষে মানুষে দুরত্ব ঘুচিয়ে সম্প্রীতির সাধনায় বাঙালি মনুষ্যত্বের জয়গান নিয়ে ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করে নিতে প গড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। কর্মসুচির মধ্যে মঙ্গল শোভাযাত্রা, পান্তা-ইলিশ উৎসব, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম। বাঙালির ঐতিহ্যের এই দিনটিকে উপলক্ষ করে রবিবার ( ১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষে হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান এর স ালনায় আরো বক্তব্য রাখেন ,ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার ওসি মোঃ মুসা মিয়া, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিথ ছিলেন। উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসুচির সমাপ্তি ঘটে।

You may also like