রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি।।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে রবিবার ১৪ এপ্রিল রাত ৯টায় ৭ দিনব্যাপি বৈশাখী মেলা উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এদিন ওই মাঠে মেলা কমিটির সভাপতি সাবেকঅ ধ্যক্ষ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ। উদ্বোধক ছিলেন জেলা যুবলীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগ সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও রকিবুল হাসান, আ’লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সাবেক মেয়র আলমগীর সরকার, ওসি সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মহাদেব বসাক, বিএনপি সভাপতি আতাউর রহমান, জাতীয় পার্টি আহবায়ক জাহাঙ্গীর আলম ও যুগ্ম আহবায়ক আবু তাহের, আ’লীগ সহ-সভাপতি মুক্তার আলম, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও মোবারক আলী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- তাজুল ইসলাম। অতিথিরা শুভেচ্ছা বক্তব্য দেন। উ দ্বোধক তার বক্তব্যে বাঙালির চেতনা ও সংস্কৃতি চর্চার বিকাশে বৈশাখীমেলাসহ অন্যান্য
রাণীশংকৈলে ৭ দিনব্যাপি বৈশাখী মেলা শুরু
৬৭
গ্রামীণ মেলার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এজন্য তিনি প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন। এইসাথে তিনি তার
পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে জেলার মধ্যে রাণীশংকৈল বৈশাখী মেলার আয়োজনকে উচ্চ
প্রশংসা করেন। এ মেলা আয়োজনের জন্য তিনি মেলাকমিটিসহ এলাকাবাসিকে ধন্যবাদ
জানান এবং মেলার সফলতা কামনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলাকমিটির সম্পাদক সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী ও সহ-অধ্যাপক প্রশান্ত বসাক।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রসঙ্গত এবার মেলায় অর্ধ শতাধিক পণ্যবিপনী(স্টল) স্থান পেয়েছে।