Home » রংপুরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রংপুরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

পিআইডি: মঙ্গলবার (১৬ই এপ্রিল) রংপুরে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এ, বি, এম, আবু হানিফ। রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় এ সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার বলেন, স্বাস্থ্য বিভাগের একার পক্ষে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট সকল দপ্তরকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভার শুরুতে রংপুর বিভাগের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রংপুর সিটি কর্পোরেশন ডেঙ্গুর লার্ভা নিধনে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে। বেসরকারি সকল ক্লিনিক ডেঙ্গু পরীক্ষা-সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট সিভিল সার্জন অফিসে প্রেরণ করবে। রংপুর বিভাগের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলা তথ্য অফিস সচেতনতামূলক বার্তা প্রচার করবে। এ ছাড়া মসজিদের ইমামগণও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনগণকে সচেতন করবে।

সভায় বিভাগীয় ডেঙ্গু প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন