আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( ১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় ফকিরগঞ্জ বাজারে অটো,সিএনজি,মিনি বাস ব্যস্ততম রাস্তা দখল করে দাড়িয়ে থাকা, অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করা,রোগাক্রান্ত গরু-ছাগল বাজারে জবাই করা, দোকানে মূল্য তালিকা না থাকা, মাদক,চোরাচালান , মির্জাপুর ইউনিয়নের আওতাধীন রাস্তার গাছ ছুরি করে বিক্রির অভিযোগ, রাধানগর গ্রামের মৃত হাকিম উদ্দীনের পুত্র জহিরুল ইসলামের অজ্ঞাত রোগে ১টি জার্সি গাভী সহ ৩টি গরুর আকষ্মিক মৃত্যু। উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের গাফিলতি, স্বনির্ভর অফিসে রক্ষিত সূর্য্যরে হাসি ক্লিনিকের এম্বুল্যান্স সহ সীমান্ত পরিস্থিতি নিয়ে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর,ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, ইউপি চেয়ারম্যান, মোহাম্মদ শাহ, মোজাক্কারুল আলম, আলহাজ¦ দেলোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী প্রেস ক্লাবের সভাপতি জিল্লুর হোসেন সরকার, সম্পাদক এ.রায়হান চৌধুরী রকি প্রমুখ।
৬০