Home » দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সংবেদনশীল সভা

দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সংবেদনশীল সভা

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে হেক্স ইপারের সহযোগীতায় ঠাকৃুরগাঁও সদর উপজেলার ১৫নং দেবীপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে পরিবেশের ক্ষতির ঝুঁকি কমানোর লক্ষ্যে ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সংবেদনশীল সভা অনুষ্ঠীত হয় । উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবীপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মোয়াজ্জেম হোসেন সভায় উপস্থিত ছিলেন দেবীপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মী জনাব মিনাল চন্দ্র রায় , বৈরাগীহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিকিংকর রায় সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ , ইউপি সদস্যবৃন্দ ।সভায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও-প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ ওয়ালিউর রহমান , আরো বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ জামাল ও ৮ নং ওয়ার্ডেও ইউপি সদস্য জনাব মোঃ সইমদ্দিন, টেপাগাঁও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মন্টু পাহান, মুজাবুন্নির রুবেল মুর্মু। সভাটি পরিচালনা করেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর মোছাঃ শাহিনা খাতুন। সভায় সভাপতি পরিবেশের ক্ষতির ঝুকি কমানোর লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছ লাগানোর জন্য কমিটি গঠন করেন এবং ইউনিয়ন পরিষদ থেকে ফ্রি গাছ বিতরন করার সিধান্ত দেন এর পাশাপাশি দেবিপুর ও মুজাবুন্নি কমিউনিটিতে কমিউনিটি ল্যাট্রিন , টিউবওয়েল ,মুজাবুন্নি কমিউনিটিতে একটি ব্রীজ ও কাচাঁ রাস্তায় মাটি ভরাট করার জন্য প্রতিশ্রুতি দেন।

 

You may also like