Home » হরিপুরে পথচারীর ফেলা সিগারেটের আগুনে অগ্নিকান্ড

হরিপুরে পথচারীর ফেলা সিগারেটের আগুনে অগ্নিকান্ড

by নিউজ ডেস্ক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুরে খড়ের পালায়(গো-খাদ্য)পথচারীর ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে এক অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। হরিপুর ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর দুইটায় উপজেলার ঢাকদহ গপালপুর গ্রামের কৃষক মজিবর রহমানের বাড়িতে। এ ঘটনায় কৃষক মজিবরের ৫০ হাহার টাকার গো-খাদ্যের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ সময় তিনি বলেন অগ্নিকান্ড ঘটনার কিছুক্ষণ পূর্বে তিন যুবক রাস্তাদিয়ে মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় সিগারেট খাচ্ছিল তাদের ছোড়া সিগারেটের অংশের আগুন থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কানর খড়ের পালার আশেপাশে আগুন লাগারমতো কোন অবকাঠামো ছিলনা। অপরদিকে বৃহস্পিতিবার দুপুরে উপজেলার মানিক খাড়ি গ্রামে ছাইয়ের ডিভির আগু থেকে এক অগ্নিকান্ডের ঘটনায় আব্বাস,ফারুখ সহ তিন কৃষকের ৫ টি ঘর মালামাল সহ আগুনে পুরে যায়। এসময় তিন পরিবারের ৯ টি গরু অগ্নিদগ্ধ হয় এবং ৪টি গরু মারা যায়। এতে ওই তিন কৃষক পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষক্ষতি হয়েছে বলে তারা জানায়। হরিপুর ফায়ার সার্ভিস ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা বলেন, অতিরিক্ত তাপদাহের কারণে আগুনের প্রবনতা বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে সকলকে স্বচেতন হওয়া উচিৎ।

 

You may also like