Home » রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন 

রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন 

by নিউজ ডেস্ক
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের আওতায়  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক’ দিনব্যাপী এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশনটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে  ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।
এ সময় রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন,প্রতিটি ইউনিয়ন পরিষদে (গ্রাম আদালত) মিমাংসা যোগ্য মামলা গুলো গ্রাম আদালতে নিষ্পত্তি হলে নিষ্পত্তি করে নিতে হবে।
ইএসডিও’র সহযোগিতায় ওরিয়েন্টেশনে  উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সম্পাদক মোঃ বিপ্লব,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, কো- অর্ডিনেটর রাশেদা আক্তার প্রমুখ।
 সবশেষে গ্রাম আদালতের ওপর নির্মিত শিখন ভিডিও প্রদর্শন করা হয়।

You may also like