৬৮
শাকিল আহমেদ : ঠাকুরগাঁওয়ে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
রবিবার (১২ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বর্তমান সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন সুন্দর ভাবে অনুষ্ঠিত হয়েছে। ঠিক তেমনি ভাবে আসন্ন দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ঠাকুরগাঁওয়ে সুন্দর ভাবে সম্পন্ন করতে হবে। এজন্য প্রশাসনের সকল পর্যায়ের প্রতি আহবান জানাচ্ছি।
তিনি বলেন, দলমত নির্বিশেষে যাতে সকলেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এজন্য আমরা দলীয় প্রতীক বাদ দিয়ে নির্বাচন করার ব্যবস্থা করেছি। আর এই উপজেলা পরিষদ নির্বাচনে কেউ যদি বিশৃঙ্খলা পরিস্থিতি করার অপচেষ্টা করে তাহলে কঠোরভাবে দমন করতে হবে।
রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ মানেই উন্নয়নের সরকার। দেশের সকল জায়গায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন পৌঁছে গেছে এবং জনগণ তার সুফল পাচ্ছে। এক কথা বলতে গেলে জনগণের জীবনমান উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য দ্রোপদী দেবী আগরওয়ালা, ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ঠাকুরগাঁও ৫০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তানভীর আহম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।