১৬৯
লোকায়ন রিপোর্ট:
আজ সারা বাংলাদেশে একযোগে (এসএসসি) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ইকো পাঠশালা এন্ড কলেজের ১২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন, এরমধ্যে ৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ প্রাপ্ত হয়েছেন। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৫১ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ -৫ প্রাপ্ত হয়েছেন। ইকো পাঠশালা এন্ড কলেজের এরুপ ভালো ফলাফলের জন্য ইকো পাঠশালা এন্ড কলেজের মাননীয় অধ্যক্ষ ড. সেলিমা আখতার সকল শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অধ্যক্ষ মহোদয় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ইকো পাঠশালা এন্ড কলেজের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান এর প্রতি। যিনি ঠাকুরগাঁও এ একরকম একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান উপহার দিয়েছেন যার জন্য ঠাকুরগাঁও এর শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান পেয়ে তাদের কাঙ্খিত ফলাফল অর্জন করতে সক্ষম হচ্ছেন। ইকো পাঠশালা এন্ড কলেজের চেয়ারম্যান ড. মুহম্মদ শহীদ উজ জামান সকল অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী, ও অধ্যক্ষ মহোদয়কে ভালো ফলাফলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বলেন সবার সম্মিলিত চেষ্টা ও সহযোগিতার ফলেই ইকো পাঠশালা এন্ড কলেজ আজ এরুপ ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে।