Home » ঠাকুরগাঁওয়ে পুলিশের হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

ঠাকুরগাঁওয়ে পুলিশের হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা

by নিউজ ডেস্ক
স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে জেলা ট্রাফিক বিভাগের আয়োজনে হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের পৃষ্ঠপোষকতায় হেলমেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা করা হয়।
এসময় প্রায় অর্ধশত মোটরসাইকেল আরোহীকে ফুলেল শুভেচ্ছা জানান ও হেলমেট পড়িয়ে দেন পুলিশ সুপার।
ট্রাফিক সচেতনতামূলক প্রচারণায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোছাঃ লিজা বেগম, সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা ট্রাফিক বিভাগের ইনচার্জ প্রদীপ কুমার সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা।
ট্রাফিক সচেতনতামূলক প্রচারণায় পুলিশ সুপার, মোটরসাইকেল চালকদের  ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় গাড়ির কাগজপত্র সাথে রাখার ও হেলমেট পরিধান করে গাড়ি চালানোর আহ্বান করে বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই গাড়ি অধিক গতিতে না চালিয়ে ট্রাফিক আইন মেনে ও হেলমেট পড়ে গাড়ি চালালে সুরক্ষিত থাকা যায়। এজন্য মোটরসাইকেল চালকসহ আরোহীকেও হেলমেট পরিধান করতে হবে।
হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চলমান আছে ও থাকবে বলে জানান জেলা ট্রাফিকের ইনচার্জ।

You may also like