Home » কুড়িগ্রামে চিলমারী উপজেলায় ইএসডিও-সীড্স কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে চিলমারী উপজেলায় ইএসডিও-সীড্স কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

স্ট্রমী ফাউন্ডেশন এর অর্থায়নে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও ) কর্তৃক বাস্তবায়িত Socio Economic Empowerment with Dignity and Sustainability-SEEDS কর্মসূচীর উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অদ্য ১৫ মে’২০২৪ খ্রিঃ চিলমারী উপজেলায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার  মো. মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। উক্ত অবহিতকরন সভায় চিলমারী উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারগণ, এনজিও’র প্রতিনিধি, সাংবাদিকগণ,প্রকল্পের প্রথম পর্যায়ের কমিউনিটির প্রতিনিধি সহ ইএসডিও’র জেলা ও উপজেলা পর্যায়ের কর্মীগণ উপস্থিত ছিলেন। কর্মসূচী ব্যবস্থাপক আনোয়ার হোসেন কর্মসূচী সম্পর্কিত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন এবং বিগত দিনের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। উপস্থাপন শেষে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীগণ বিভিন্ন পরামর্শ ও মতামত ব্যক্ত করেন যা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহায়ক হবে।অনুষ্ঠানের সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার সকল পর্যায়ের কর্মকর্তাদেও কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার পরামর্শ প্রদান করেন এবং প্রকল্পের কার্যক্রমের অগ্রগতির ধারা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন যা দেশের উন্নয়নে অবদান রাখবে। পরিশেষে ইএসডিও-সীড্স কর্মসূচীর সার্বিক সফলতা কামনা কওে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ শেষ করেন।
উল্লেখ্য যে ইএসডিও সীড্স কর্মসূচীটি কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলার ৯ টি ইউনিয়নের ৪০টি গ্রামে ৩০০০টি প্রান্তিক দরিদ্র পরিবার নিয়ে ৫ বছর অর্থাৎ আগামি ২০২৮ সাল পর্যন্ত কাজ করবে।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন