Home » বোদায় তীব্র তাপপ্রবাহে বাদাম ক্ষেত পুড়ে যাচ্ছে

বোদায় তীব্র তাপপ্রবাহে বাদাম ক্ষেত পুড়ে যাচ্ছে

by নিউজ ডেস্ক

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ তীব্র তাপপ্রবাহে পুড়ছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাদামক্ষেত গুলো, ফলন বিপর্যেয়র শঙ্কায় চাষিরা বর্তমানে আতঙ্কিত। এপ্রিল ও মে মাসের তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে ফলনে বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। এ চলতি মৌসুমে ভালো ফলন, বাজার দামও ভালো পাবেন বলে মনে করছিলেন তারা। কিন্তু ফলনের মাঝপথেই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র তাপপ্রবাহ। এতে লোকসানের আশঙ্কায় রয়েছেন চাষিরা। উপজেলার কমবেশি সব এলাকায় এবার তীব্র তাপপ্রবাহে বাদামের গাছ শুকিয়ে ঝিমে গেছে। এতে আর্থিকভাবে লোকসানের আশঙ্কা কৃষকদের। উপজেলার বেংহারী বনগ্রাম এলাকার বাদাম চাষি ওসমান গণি বলেন, গত বছর বাদামে লাভ হলে সেই আশায় এবার ৫ বিঘা বাদাম লাগিয়েছি। রোদ আর তাপমাত্রায় বাদাম গাছ শুকিয়ে বিবর্ণ হয়ে গেছে। সেচ ব্যবস্থা না থাকায় গত কিছুদিন থেকে বাদাম গাছ পুড়ে নষ্ট হয়ে গেছে। কথা হয় নয়াদিঘী এলাকার বাদাম চাষী নুর নবীর সাথে,তিনি এ বছর ১০ বিঘা বাদাম লাগিয়েছেন, প্রতি বিঘা বাদাম চাষে ১৫-১৭ হাজার খরচ হয়েছে। অতিরিক্ত খরার কারণে প্রায় ৪ বিঘা বাদাম একেবারেই নষ্ট হয়ে গেছে। এতে অনেক টাকা লোকসানের আশঙ্কা করছেন তিনি। আরো কিছুদিন তাপপ্রবাহ অব্যাহত থাকলে বাকি জমির বাদাম নষ্ট হয়ে যাবে। একই এলাকার বাদাম চাষি মকবুল হোসেন জানান, গত বছর ৫ বিঘা বাদাম ছিলো, এবারে ৬ বিঘা লাগিয়েছি কিন্তু অতিরিক্ত খরার কারণে সব বাদাম পুড়ে গেছে। এ বছরে সবই লস। এলাকায় এ বছরে বৃষ্টি নাই, সেচ দিয়ে বাদাম রক্ষা করাও সম্ভব হচ্ছে না। অতিরিক্ত রৌদ্রের তাপে সব নষ্ট হয়ে গেছে। ক্ষতি পোষাতে সরকারি সহযোগিতা কামনা করেন তিনি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আহম্মেদ রাশেদ উদ নবী বলেন, চলতি বছরে এ উপজেলায় ৪ হাজার ২০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। চলতি মৌসুমে বৃষ্টি নাই তার উপর তীব্র তাপপ্রবাহের কারণে বাদাম চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে তিনি বাদাম ক্ষেতে সেচ ব্যবস্থা অব্যাহত রাখার পরামর্শ দেন কৃষকদের।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন