Home » ১লা জুন রংপুর বিভাগের ২৪ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

১লা জুন রংপুর বিভাগের ২৪ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর

১লা জুন (শনিবার) সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন চলবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১১ মাস বয়সি শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পুষ্টি বার্তাও প্রচার করা হবে।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে রংপুর বিভাগের ৮ জেলায় ১৩ হাজার ৭৮৭টি কেন্দ্রে ২৪ লক্ষ ৫৮ হাজার ৪৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড় জেলায় ১ হাজার ৭৭টি কেন্দ্রে ১ লক্ষ ৬৪ হাজার ৩৭৫ জন, দিনাজপুর জেলায় ২ হাজার ৬১৬টি কেন্দ্রে ৩ লক্ষ ৮৫ হাজার ৪৫৪ জন, ঠাকুরগাঁও জেলার ১ হাজার ৩৮৮টি কেন্দ্রে ২ লক্ষ ৩৩ হাজার ৬৪৫ জন, লালমনিরহাট জেলার ১ হাজার ১২৬টি কেন্দ্রে ১ লক্ষ ৯৯ হাজার ৯৭৪ জন, রংপুর জেলার ২ হাজার ১২৯টি কেন্দ্রে ৪ লক্ষ ৮৮ হাজার ৩৩৮ জন, গাইবান্ধা জেলার ২ হাজার ৩৩টি কেন্দ্রে ৩ লক্ষ ৪৬ হাজার ৯৮ জন, নীলফামারী জেলার ১ হাজার ৫৪০টি কেন্দ্রে ৩ লক্ষ ৭ হাজার ৪ জন এবং কুড়িগ্রাম জেলার ১ হাজার ৮৭৮টি কেন্দ্রে ৩ লক্ষ ৩৩ হাজার ৬০৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন