Home » উত্তর প্রদেশে প্রচণ্ড গরমে ৩৩ ভোটকর্মীর মৃত্যু

উত্তর প্রদেশে প্রচণ্ড গরমে ৩৩ ভোটকর্মীর মৃত্যু

by নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক
ভারতে শেষ ধাপের ভোট চলাকালীন উত্তর প্রদেশে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে মারা গেছেন অন্তত ৩৩ জন ভোটকর্মী। উত্তর প্রদেশের প্রধান নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়া জানিয়েছেন, শনিবার (১ জুন) ভোটের শেষ দিনে শুধু উত্তর প্রদেশেই এতো ভোটকর্মী মারা গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রবিবার রিনাওয়া সাংবাদিকদের জানিয়েছেন, নিহতদের মধ্যে নিরাপত্তারক্ষী ও স্যানিটেশন কর্মীও রয়েছে। নিহতদের প্রত্যেক পরিবারকে অন্তত ২১ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।

ভোটের শেষ দিনে রাজ্যের তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। ঝাঁসি শহরের তাপমাত্রা ছিল ৪৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রাজ্যের বালিয়ায় তাপমাত্রা উদ্বেগজনকভাবে ৬১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

এছাড়া বিহারের শনিবার অন্তত ১০জন ভোটকর্মী হিটস্ট্রোকে মারা গেছেন। বিহার নির্বাচনী অফিস জানিয়েছে এ সংখ্যা বাড়তে পারে।

এক রাজ্যে একদিনে এত ভোটকর্মীর মৃত্যু দেশটিতে প্রচণ্ড তাপপ্রবাহের ভয়াবহতাকেই ইঙ্গিত করে। যদিও গ্রীষ্মের তাপমাত্রা ভারতে নতুন নয়। তারপরও জলবায়ু পরিবর্তনের ফলে তাপপ্রবাহ দীর্ঘ ও তীব্র হওয়ায় হিটস্ট্রোকে মৃত্যুহার বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন