Home » রাণীশংকৈল নেকমরদ হাটে অতিরিক্ত টোল  আদায়ের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

রাণীশংকৈল নেকমরদ হাটে অতিরিক্ত টোল  আদায়ের দায়ে ১ লক্ষ টাকা জরিমানা

by নিউজ ডেস্ক
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নেকমরদ পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালত ১ লক্ষ টাকা জরিমানা করেছেন। ইতোমধ্যে রাণীশংকৈলের পশুর হাটে অতিরিক্ত টোল আদায় সংক্রান্ত সংবাদ প্রকাশের প্রেক্ষিতে গত রোববার ৮ জুন দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আর্নিকা আক্তার।
জানা গেছে, হাটবাজারে গরু প্রতি ২৩০ টাকা ও ছাগল প্রতি ৯০ টাকা টোল আদায়ের সরকারি নিয়ম থাকলেও হাট ইজারাদার তা না মেনে ইচ্ছেমতো গরু প্রতি ৫০০ টাকা ও ছাগল প্রতি ১৮০ টাকা টোল আদায় করছিলেন। ওই হাটে সরেজমিনে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিযোগের সত্যতা পান। এর প্রেক্ষিতে তিনি হাট ইজারাদারকে এক লক্ষ টাকা জরিমানা করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান মুঠোফোন এ প্রতিবেদককে বলেন, সরকারি বিধি মোতাবেক নির্ধারিত টাকা আদায় না করে অতিরিক্ত টোল আদায়ের দায়ে হাটের ইজারাদারকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ  অভিযান অব্যাহত থাকবে বলেও ইউএনও জানান। প্রসঙ্গত, ইতোমধ্যে উপজেলার কাতিহার হাটেও একই জরিমানা করা হয়েছে।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন