Home » বোচাগঞ্জ উপজেলায় ভূমি অফিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দলিত আদিবাসিদের ভূমি বিষয়ক সংবেদনশীল সভা

বোচাগঞ্জ উপজেলায় ভূমি অফিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দলিত আদিবাসিদের ভূমি বিষয়ক সংবেদনশীল সভা

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: বোচাগঞ্জ উপজেলায় ভূমি অফিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দলিত আদিবাসিদের ভূমি বিষয়ক সংবেদনশীল সভা অনুষ্ঠিত হয়েছে।
১১জুন/২০২৪ বেলা ১১টা সময় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে ও হেকস্ /ইপার এর সহযোগীতায় ভ’মি অফিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দলিত আদিবাসী জনগোষ্ঠির ভ’মি ইস্যুতে সংবেদনশীল সভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) সাইফুল হুদা বোচাগঞ্জ উপজেলা ভ’মি অফিস,বিভিন্ন ইউনিয়ন হতে আসা ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তাগন এবং বিভিন্ন কমিউনটি হতে আসা ভিডিসি নেতৃবৃন্দ।সভায় বক্তব্য রাখেন রনগাঁও ইউনিয়নের ইউনিয়ন ভ’মি সহকারি কর্মকর্তা দেবানন্দ বায়। এছাড়াও বেচাগঞ্জ উপজেলার পরিয়ালপুর কমিউনিটির আদিবাসি নেতা রামদুলাল ঋষি, মোল্লাপাড়া কমিউনিটির নেতা সুমন ঋষি, ফার্মপাড়া কমিউনিটির ভিডিসি নেতা রমেন কর্মকার। তারা তাদের কমিউনিটির রাস্তা, খাজনা খারিজ, মামলা, আবাসনসহ বিভিন্ন দাবি ও সমস্যাগুলি তুলে ধরেন।সভায় বক্তাগন সকলেই দলিত আদিবাসীদের উত্থাপিত দাবী ও সমস্যাগুলির সমাধানের পক্ষে মতামত ব্যক্ত করেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইএসডিও প্রেমদীপ প্রকল্পের উপজেলা ম্যানেজার মোছা: ঝর্না বেগম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন ইএসডিও প্রেমদীপ প্রকল্প বোচাগঞ্জ উপজেলায় দলিত ও আদিবাসিদের ভ’মির সেবা সর্ম্পকে ধারনা না দিলে তারা এ বিষয়ে কোন ধারনা পেতনা। তিনি তাঁর বক্তব্যে বলেন আমরা সব সময় তাদের ভুমি সম্পর্কে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি।আমরা সকলে একসাথে কাজ করলে দ্রুত সব সমস্যার সমাধান করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন