Home » পঞ্চগড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২ হাজার ফুটবল উপহার দিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

পঞ্চগড়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২ হাজার ফুটবল উপহার দিলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

by নিউজ ডেস্ক

বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২ হাজার ফুটবল উপহার দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে বোদা সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এক সংবাদ সম্মেলন আয়োজন করে তারুণ্য গড়বে পঞ্চগড়’ নামে একটি সেচ্ছাসেবি সংগঠন। সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন ফুটবল কে আমরা প্রমোট করতে চাই। ফুটবলে বাংলাদেশের প্রচুর সম্ভাবনা রয়েছে। ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের অসামান্য ভালোবাসা রয়েছে। দেশ রত্ন শেখ হাসিনার উদ্যোগের কারণে পৃথিবীর সবচেয়ে বেশি ফুটবল টুর্ণামেন্ট বাংলাদেশে হয়েছে। লাখেরও বেশি টুর্ণামেন্ট হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজারের মতো ফুটবল টুর্ণামেন্ট হয়েছে। দেশ রত্ন শেখ হাসিনা আশা করেন ভবিষ্যতে বাংলাদেশ বিশ^কাপ ফুটবল খেলবে। শেখ হাসিনার দেখানো পথ ধরেই আমরা পঞ্চগড়ের ফুটবলকে এগিয়ে নিতে চাই। ইতোমধ্যে পঞ্চগড়ের ফুটবলাররা দেশ বিদেশে সুনাম অর্জন করেছে। বিশেষ করে পঞ্চগড়ের প্রমিলা ফুটবলাররা দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। আমরা ফুটবল নিয়ে কাজ করতে চাই। পঞ্চগড়ের স্কুল, কলেজ, মাদ্রাসার জন্য ২হাজার ফুটবল উপহার দিচ্ছি আমরা। ভবিষ্যতে ক্লাব, সংগঠনগুলোর পাশে থাকতে চাই। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগ, জেলা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

You may also like