Home » পঞ্চগড়ে  মতবিনিময় সভায় কারাভোগী নেতাদের ফুলেল সংবর্ধনা দিল কৃষকদল

পঞ্চগড়ে  মতবিনিময় সভায় কারাভোগী নেতাদের ফুলেল সংবর্ধনা দিল কৃষকদল

by নিউজ ডেস্ক
বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, গণতন্ত্র ও ভোটাধিকার আদায়ের লক্ষ্যে পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে জেলা কৃষকদল এ মতবিনিময় সভার আয়োজন করে।
জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খলিলুর রহমান (ভিপি ইব্রাহিম) বলেন আজকে কৃষিখাতকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। উৎপাদনের সাথে বিপণনের কোন মিল নেই, আমাদের চাল উৎপাদন করতে খরচ হয় ১১শ টাকা, বিক্রয় করতে হয় ৯শ টাকায় তাহলে কৃষকের মাথায় হাত। আর সেজনই আমরা বলছি উৎপাদিত পণ্য সরকারি ভাবে উৎপাদিত পণ্য  মজুদ করে, কৃষক যাতে কৃষি পন্যের ন্যায্য মূল্য পায়,তার ব্যবস্থা করতে হবে এ সরকার সেদিকে কান দিচ্ছেনা। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন
সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। সভায় কারাভোগী জেলা কৃষকদলের ৫ নেতাকে  ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঞ্চগড় জেলা কৃষক দলের সদস্য সচিব শাহাজান সিরাজ।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন