স্টাফ রিপোর্টার ॥ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রোববার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো: আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, বিশেষ অতিথি জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুস শহিদ বাবু, ডিএফএ’র সাধারণ সম্পাদক এটিএম মনিরুল হুদা হেলাল প্রমুখ। এ সময় ক্রিড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা, অংশগ্রহনকারী কলেজের শিক্ষক ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী খেলায় “শীবগঞ্জ ডিগ্রী কলেজ” টিম ২-০ গোলে “বালিয়াডাঙ্গী সমীর উদ্দীন স্মৃতি কলেজ” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন খায়রুল বাশার। সহকারী পরিচালক ছিলেন মো: আসাদুজ্জামান শামিম, মো: রিজন ফারাবী। অফিসিয়ালের দায়িত্বে ছিলেন সিনিয়র রেফারী মো: আলতাফুর আলীম। শেষে উভয় টিমকে প্রাইজ মানি ও ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ। ধারা বর্ননা করেন স্বনামধন্য ধারাবাষ্যকার সুজন খান।
উল্লেখ্য যে, গত শুক্রবার একই ভেন্যুতে ১০টি টিম নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।